গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, ৮০ শতাংশ দগ্ধ রিঙ্কু মারা গেছেন
নারায়ণগঞ্জের আড়াইহাজারের নাগেশ্বর এলাকার এক বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ অপু বিশ্বাস রিঙ্কু (২৮) মারা গেছেন। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় রোববার (৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি মারা যান।
এর আগে শনিবার দিনগত রাত সাড়ে তিনটার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে রিঙ্কু, তার স্বামী ও শিশু সন্তান দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে রোববার সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে একই পরিবারের শিশুসহ তিনজন দগ্ধ হয়ে আমাদের এখানে এসেছেন। এদের মধ্যে রিঙ্কু সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চিকিৎসাধীন আবস্থায় মারা গেছেন। তার শরীরের ৮০ শতাংশ দগ্ধ ছিল। রিঙ্কুর ছেলে কাব্য ২০ শতাংশ দগ্ধ হয়েছে। এছাড়া রিঙ্কুর স্বামী অরিজিতের শরীরের ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। শিশুটির অবস্থা আশঙ্কাজনক। অরিজিৎও শঙ্কামুক্ত নন বলেও জানান তিনি।
কাজী আল-আমিন/কেএসআর
সর্বশেষ - জাতীয়
- ১ শেষ দিনে মনোনয়নপত্র জমার হিড়িক, সুষ্ঠু পরিবেশের প্রত্যাশা
- ২ হাজারীবাগে রাহমানীর মাদরাসার পাশে বিকট শব্দ, পুলিশ বলছে ‘পটকা’
- ৩ যেসব কারণে বন্ধ হচ্ছে আসিফসহ জনপ্রিয় ব্যক্তির ফেসবুক পেজ
- ৪ মানববন্ধনে হামলার প্রতিবাদে লাঠিসোঁটা নিয়ে রাস্তায় ব্যবসায়ীরা
- ৫ পটিয়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪