চট্টগ্রামের কারাগারে ফাঁসির আসামির রহস্যজনক মৃত্যু
চট্টগ্রামের সিডিএ আবাসিক এলাকায় চাঞ্চল্যকর মা-মেয়ে হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি আবু রায়হান আরজুর (২৫) রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরের দিকে তার মৃত্যু হলেও শনিবার দুপুরে বিষয়টি জানাজানি হয়।
হঠাৎ করেই আরজুর মৃত্যু হয়েছে বলে চট্টগ্রাম কারা কর্তৃপক্ষ দাবি করলেও কী কারণে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি। তাছাড়া বিষয়টি গোপন রাখারও চেষ্টা করেছে কারা কর্তৃপক্ষ।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার জাহেদুল আলম জানান, চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার চাঞ্চল্যকর মা-মেয়ে হত্যাকাণ্ডের প্রধান আসামি আবু রায়হান আরজু কারাগারে মারা গেছেন। এ ব্যাপারে কারা আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়েছে।
কী কারণে এই আসামির মৃত্যু হয়েছে জানতে চাইলে কারা কর্তৃপক্ষের কোনো কর্মকর্তা এ ব্যাপারে কিছু জানেন না বলে জানান।
উল্লেখ্য, ২০১৪ সালের ২৪ মার্চ সকালে নগরীর আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার ১৭ নম্বর সড়কে যমুনা ভবনের চতুর্থ তলায় সিএন্ডএফ ব্যবসায়ী মো. রেজাউল করিমের স্ত্রী রেজিয়া বেগম (৫০) এবং তার মেয়ে এসএসসি পরীক্ষার্থী সায়মা নাজনীন নিশাতকে (১৬) কুপিয়ে হত্যা করে রায়হান ও তার সহযোগী শহীদ। ঘটনার দুই দিন পরেই পুলিশ দুই খুনিকে ঢাকা ও চট্টগ্রাম থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। গত বছরের ১ অক্টোবর এই ঘটনায় আদালত দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। এরপর থেকেই দুই খুনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। এর মধ্যে শুক্রবার রায়হান কারাগারে মারা গেলেন।
জীবন মুছা/এনএফ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ নির্বাচনে ২৫ হাজার ৫০০ বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করবে পুলিশ
- ২ সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের গৌরবোজ্জ্বল সাফল্য
- ৩ ইভ্যালির রাসেলের বিরুদ্ধে ২৬৩ ও শামীমার বিরুদ্ধে ১২৮ পরোয়ানা
- ৪ প্রতি ভোটকেন্দ্রে থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১৫ সদস্য
- ৫ তৈরি হচ্ছে ‘নির্বাচন সুরক্ষা অ্যাপ্লিকেশন’: প্রেস সচিব