ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

নৌবাহিনীর বাদ্যে দেশের গান

প্রকাশিত: ১১:২৫ এএম, ২৬ মার্চ ২০১৬

প্রতি বছরের ন্যায় এবারো স্বাধীনতা দিবস উপলক্ষে বাদ্যযন্ত্রের মাধ্যমে দেশাত্ববোধক গানের আয়োজন করেছে বাংলাদেশ নৌ বাহিনী। শনিবার বিকেল ৪টায় ফার্মগেট পার্কে এ মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার সরেজমিনে দেখা যায়, ফার্মগেট পার্কের মাঝ মাঠে তাবু গেড়ে গোল হয়ে সারিবদ্ধভাবে বাদ্যযন্ত্র নিয়ে বসেছেন নৌ বাহিনীর ব্যান্ড দলের সদস্যরা।  নৌ বাহিনীর এসসিপিও (নিউজ) রিপনের নের্তৃত্বে একে একে দেশাত্ববোধক গান বাজিয়ে যাচ্ছে নৌ ব্যান্ড দল সদস্যরা।

সূর্যদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ‘এই পদ্মা, এই মেঘনা’, ‘ও আমার দেশে মাটি তোমার কোলে ঠেকাই মাথা’, ‘আমার সোনার বাংলা’, ‘ধন ধান্যে পুষ্পে ভরা, আমাদের এই বসুন্ধরা’, ‘জন্ম আমার ধন্য হল মাগো’ ইত্যাদি গান কণ্ঠ ছাড়াই বাদ্যযন্ত্রে বাজানো হয়।

রিপন নামের নৌ বাহিনী এক সদস্য জানান, প্রতি বছরই নৌ, সেনা, বিমান বাহিনী ও আনসার বাহিনী এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করে থাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি।

তিনি বলেন, স্বাধীনতা দিবস সম্পর্কে মানুষকে উদ্বুদ্ধ করতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। তিনটা থেকে শুরু হওয়া এ অনুষ্ঠান চলবে বিকেল ৫টা পর্যন্ত। ৪৩ জন নৌ ব্যান্ড দল ও পাইপ ব্যান্ড দল অংশ নিয়েছেন এই আয়োজনে। সব ধরনের যন্ত্রের ব্যবহার হচ্ছে গানে।

জেইউ/এসকেডি/এমএস