র্যাবের সক্ষমতা আরো বাড়ানো হচ্ছে
এলিট ফোর্স র্যাব সদস্যদের দক্ষতা বৃদ্ধি, জনবল ও যন্ত্রপাতি বৃদ্ধি, লজিস্টিক সাপোর্ট বাড়ানোর মাধ্যমে দুর্বলতা কাটিয়ে সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। রোববার দুপুর ২টায় র্যাবের এক যুগ পূর্তিতে আয়োজিত অনুষ্ঠান শেষে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, র্যাব মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। র্যাব কাজ করছে বলেই জঙ্গি ও জঙ্গিবাদ দমন করা সম্ভব হচ্ছে। ২০১৫ সালের শুরুর সেই নাশকতাও ঠেকানো গেছে। জঙ্গিবাদ দমনে র্যাবের নিজস্ব ইনটেলিজেন্স রয়েছে। তাদের জনবল, ইক্যুইপম্যান্ট (যন্ত্রপাতি) বাড়ানো হবে।
আজ সকাল থেকেই বিভিন্ন বিষয় নিয়ে দফায় দফায় আলোচনা হয়েছে। র্যাবের দুর্বলতা কাটিয়ে উঠে কিভাবে আরো সক্ষমতা বাড়ানো যায় সে বিষয়ে বিষদ আলোচনা হয়েছে।
বিভিন্ন বাহিনী থেকেই র্যাবে লোকবল নেয়া হয়, কিন্তু কোনোভাবেই কোঠা পুরণ হচ্ছে না। বিশেষ করে পুলিশ থেকে আসা জনবলের কোঠা পূরণ কেন হচ্ছে না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোঠা যে পূরণ হচ্ছে না তা নয়। র্যাব এলিট ফোর্স। দক্ষ ও সক্ষম লোকবলই এখানে আসে।
র্যাবে কাজ করতে আগ্রহী অনেককে আবার স্ববাহিনী ফিরিয়ে নেয়া হয়, র্যাবে নিজস্ব লোকবল রাখা হয় না কেন? জানতে চাইলে মন্ত্রী বলেন, যারা ভাল করছেন তাদেরকে সরানো হচ্ছে না। আপনারা অতিরিক্ত মহাপরিচালক কনেল জিয়াকে দেখেন, তিনি ৭ বছর ধরে এখানে আছেন। যোগ্য ও দক্ষ বলেই তাকে যেতে দেয়া হচ্ছে না।
কুমিল্লার তনু হত্যার তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, নিরাপত্তা বাহিনীর উপর মানুষের আগের চেয়ে আস্থা বেড়েছে। ঘটনাটির তদন্ত চলছে। তদন্তাধীন বিষয় নিয়ে মন্তব্য করতে চাই না। তদন্ত শেষে এ ব্যাপারে ভাল কিছু জানানো সম্ভব হবে। আশা করছি মূল রহস্য উদঘাটিত হবে।
এসময় উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোজাম্মেল হক, র্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ, অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াইল আহসান ও প্রত্যেকটি ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) বৃন্দ।
জেইউ/জেএইচ/এসকেডি/আরআইপি