ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

স্বামীর নির্যাতনে দগ্ধ গৃহবধূর মৃত্যু

প্রকাশিত: ০৯:৩৯ এএম, ২৭ মার্চ ২০১৬

রাজধানীর উত্তর বাড্ডার স্বামী নির্যাতনে দগ্ধ নূর জাহান আক্তার পূর্ণিমা (২৫) নামের এক গৃহবধূ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার দুপুর দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে তার মৃত্যু হয়।

এর আগে গত ২১ মার্চ (সোমবার)  রাত ১০টার দিকে স্বামী মিজানুর রহমান পূর্ণিমার গায়ে গরম পানি ঢেলে দেন। পরে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

জানা যায়, উত্তর বাড্ডার একটি রেস্টুরেন্টে পূর্ণিমা সিকিউরিটি সুপারভাইজার হিসেবে কাজ করতেন। পূর্ণিমাকে এই চাকরি ছাড়ার জন্য মিজানুর রহমান চাপ দেয়। কিন্তু পূর্ণিমা চাকরি ছাড়তে অস্বীকার করেন। মিজানুর রহমান সন্দেহ করে পূর্ণিমার অন্য কারো সঙ্গে অবৈধ সম্পর্ক আছে। তাই সে চাকরি ছাড়ছে না। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে পূর্ণিমার গায়ে গরম পানি ঢালে মিজানুর। ঘটনার আগের দিন মিজানুর পূর্ণিমাকে মারধর করে বলেও জানা গেছে।

ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের চিকিৎসক পার্থ শংকর পাল জানান, দুপুর দেড়টার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

এসকেডি/আরআইপি