শনিবার ঢাকার মার্কিন দূতাবাসে অর্ধনমিত থাকবে আমেরিকান পতাকা
ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস শনিবার (২১ অক্টোবর) আমেরিকান জাতীয় পতাকা অর্ধনমিত রাখবে। শুক্রবার (২০ অক্টোবর) রাতে ঢাকায় মার্কিন দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শিলারের পাঠানো এক প্রেস নোটে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, রাষ্ট্রদূত পিটার হাসের নির্দেশে শনিবার দূতাবাসের পতাকা অর্ধনমিত রাখা হবে। নিরপরাধ প্রতিটি মানুষের মৃত্যুতে শোক প্রকাশ করছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছেন, ‘সংঘাতে যেকোনো দেশের ও যেকোনো ধর্মে বিশ্বাসী বেসামরিক ব্যক্তির নিহত হওয়ার ক্ষেত্রে আমরা শোক প্রকাশ করি।’
এদিকে ইসরায়েলের হামলার ঘটনায় নিন্দা জানিয়ে ফিলিস্তিনের পাশে থাকার কথা জানিয়েছে বাংলাদেশ। শনিবার ঘোষণা করা হয়েছে একদিনের রাষ্ট্রীয় শোক। শুক্রবার সব ধর্মীয় উপাসনালয়ে করা হয়েছে প্রার্থনা।
শোক পালনে শনিবার বাংলাদেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
আইএইচআর/এমএএইচ/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ ‘লাগেজ চুরি’ ঠেকাতে কর্মীদের বডি ওর্ন ক্যামেরা দিলো বিমান
- ২ ৩১৮৫ কোটি টাকা আত্মসাৎ, এস আলম গ্রুপের বিরুদ্ধে দুদকের ২ মামলা
- ৩ ঢাকার নিরাপত্তা নিশ্চিতে ডিএমপির চেকপোস্ট ব্যবস্থা জোরদার
- ৪ হামলায় ব্যবহৃত মোটরসাইকেল ৮ জনের হাতবদল, ভুয়া নম্বর প্লেট উদ্ধার
- ৫ প্রবাসীদের দেশের ভাবমূর্তি রক্ষার আহ্বান রাষ্ট্রদূত আমানুলের