ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

নিখোঁজ মাস্টারের লাশ উদ্ধার

প্রকাশিত: ০২:৩১ এএম, ১৪ ডিসেম্বর ২০১৪

সুন্দরবনের শ্যালা নদীতে ডুবে যাওয়ার পাঁচদিন পর তেলবাহী ট্যাংকারের মাস্টার মোকলেছুর রহমানের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল ৭টার দিকে শ্যালা নদীতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

জেলেদের খবরের ভিত্তিতে পুলিশ লাশটি উদ্ধার করেছে বলে মংলা থানার ওসি বেলায়েত হোসেন নিশ্চিত করেছেন। উল্লেখ্য, ৯ ডিসেম্বর ভোরে ঘন কুয়াশার কারণে এমভি টোটাল নামের একটি জাহাজের ধাক্কায় তেলবাহী এমভি ওটি সাউদার্ন স্টার সেভেনের তলা ফেটে যায়। ধীতে ধীরে ডুবে যায় ট্যাংকারটি। এতে থাকা ৩ লাখ ৫৭ হাজার ৬৬৪ লিটার তেল পানিতে ছড়িয়ে পড়ে।