বিজয়া দশমী: বিদায় বেলায় সিঁদুর খেলা
শাঁখারী বাজারে একটি মণ্ডপে একে অপরকে সিঁদুর মেখে আনন্দ করছেন নারীরা/ছবি: মাহবুব আলম
আজ বিজয়া দশমী। কিছুক্ষণ পরই দেবী দুর্গা, লক্ষ্মী, সরস্বতী ও কার্তিক গণেশকে বিসর্জন দেওয়া হবে। তবে এ বিষাদের মাঝে আনন্দ দিচ্ছে সনাতনী নারীদের সিঁদুর খেলা। এ সময় একে অপরের গালে মুখে সিঁদুর মেখে আনন্দ উৎসবে মেতে ওঠেন। পাশাপাশি তরুণরাও একে অপরের গালে মেখে দেন সিঁদুর। পূজা শেষে নারীরা দেবী দুর্গার সিঁথিতে ও পায়ে সিঁদুর দেন।
মঙ্গলবার শাঁখারীবাজারে দেখা যায়, এখানে ১১টি মণ্ডপে চলছে দুর্গাপূজা। প্রতিটি মণ্ডপেই সিঁদুর খেলা চলছে। উলু ধ্বনির সঙ্গে শেষ মুহূর্তে প্রতিমায় সিঁদুর লাগানো, প্রসাদ খাওয়ানোর মধ্যদিয়ে মেতে উঠছেন সনাতন ধর্মাবলম্বীরা।

সিঁদুর খেলায় মেতে ওঠা সিঁথি সেন জাগো নিউজকে বলেন, মা আজ চলে যাবে খুব খারাপ লাগছে। আজকের বিষাদের মাঝে আমাদের সবচেয়ে আনন্দের উৎসব এটি।
মণ্ডপের অন্য নারীরা জানান, সিঁদুর হলো উৎসবের রং। এই পাঁচদিন আনন্দের শেষ ছিল না। ঢাকার প্রতিটি মণ্ডপে ঘোরাঘুরি করেছি। সব জায়গায় পূজা দিয়েছি। মা একেক জায়গায় একেক রূপে আসেন। বিভিন্ন মণ্ডপে গিয়ে ঠাকুর দেখার মজাই আলাদা।

তারা আরও জানান, সিঁদুর একটি ঐতিহ্য। স্বামীর মঙ্গল কামনা করা হয়। বিবাহিত, অবিবাহিত সবাই এই আনন্দ উৎসবে মেতে ওঠেন।

জানা যায়, শুধু সিঁদুর নিয়ে খেলাই নয়, বড়দের পায়ে প্রণাম করে, শাখা-সিঁথিতে সিঁদুর পরিয়ে বিজয়ার শুভেচ্ছা জানানো হয়। একে অপরকে মিষ্টি উপহার দেয়। দেবী পূজা সম্পন্ন হয় বিসর্জন পূজার সঙ্গে। তারপর দেবী বরণ করা হয়, যেখানে বিবাহিত নারীরা দেবীকে বিদায় জানান। তারা সাধারণত লাল পাড়ের সাদা শাড়ি পরেন।
আরএ/জেডএইচ/এএসএম
সর্বশেষ - জাতীয়
- ১ বিমানবন্দরে নিয়োগ পরীক্ষায় জালিয়াতির আধুনিক ডিভাইসসহ আটক ২
- ২ হাদির ওপর হামলাকারীদের শনাক্ত করা হয়েছে, যেকোনো সময় গ্রেফতার
- ৩ এই হামলা বাংলাদেশের অস্তিত্বের ওপর আঘাত: প্রধান উপদেষ্টা
- ৪ হাদির ভাইয়ের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ, সহযোগিতার নিশ্চয়তা
- ৫ হাদিকে গুলির রক্তাক্ত ঘটনাস্থল ঘেরা ক্রাইমসিন টেপ দিয়ে