ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বিজয় দিবস উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার

প্রকাশিত: ১১:০৮ এএম, ১৪ ডিসেম্বর ২০১৪

বিজয় দিবস উপলক্ষ্যে রাজধানী ঢাকাসহ সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অন্যান্য বছরের ন্যায় এবারও এ দিবস উদযাপন উপলক্ষে দেশব্যাপী সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থা নানা কর্মসূচি গ্রহণ করেছে। এসব অনুষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাবও বিশেষ নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে।

বিজয় দিবসের অনুষ্ঠানসমূহে র‌্যাব-পুলিশের পাশাপাশি নিছিদ্র নিরাপত্তা নিশ্চিতকরণে দেশব্যাপী সাদা পোশাকধারী র‌্যাবের গোয়েন্দা সংস্থার সদস্যরা মোতায়েন থাকবে। এছাড়া র‌্যাবের সকল ব্যাটালিয়ন সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও পুলিশ সুপার এবং বিভিন্ন আয়োজকদের সাথে সমন্বয় করে বিজয় দিবসের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে রাজধানী ঢাকাসহ সারাদেশের গুরুত্বপূর্ণ এলাকাসমূহে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি ও টহল অভিযান জোরদার করা হয়েছে।

এছাড়াও জাতীয় স্মৃতিসৌধ, কেন্দ্রীয় শহীদ মিনার, জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনা, বিনোদন কেন্দ্র ও অন্যান্য স্থান যেখানে জনসমাগম বেশি হবে সে সব স্থানে সাধারণ জনগণ যাতে হয়রানি অথবা সন্ত্রাসী কার্যক্রমের কবলে না পড়ে সে ব্যাপারে যথাযথ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। -বাসস