রুবেলের ডিএনএ পরীক্ষা করা হবে
অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপির করা ধর্ষণ মামলার আসামি জাতীয় দলের এই পেসার রুবেল হোসেনেরও ডিএনএ পরীক্ষা করা হবে। মামলার তদন্ত কর্মকর্তা মাসুদ পারভেজ এ তথ্য জানান।
তিনি আরও জানান, হ্যাপির পাশাপাশি রুবেল হোসেনেরও ডিএনএ পরীক্ষা করা হবে।
এর আগে শনিবার মিরপুর থানায় রুবেলের বিরুদ্ধে মামলা করেন হ্যাপি। হ্যাপি জানান, বিয়ের প্রলোভন দেখিয়ে রুবেল হোসেন তার সঙ্গে শারীরিক সম্পর্কে গড়ে তোলেন। কিন্তু বর্তমানে রুবেল হোসেন তাকে এড়িয়ে চলছেন।’
এদিকে, রোববার সকালে মিরপুর মডেল থানা পুলিশের এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা মাসুদ পারভেজ হ্যাপিকে ভিকটিম সাপোর্ট সেন্টারে নিয়ে যান। এর আগে ভিকটিম সাপোর্ট সেন্টারে যাবতীয় পরীক্ষা-নিরীক্ষার পর দুপুর দেড়টার দিকে হ্যাপিকে ঢাকা মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগে নেওয়া হয়। সেখানে হ্যাপিকে ধর্ষণ করা হয়েছে কি না, তা পরীক্ষা করা হয়।