ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

১৫ জনের হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে দিলো পুলিশ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৮:০৬ পিএম, ০৫ ডিসেম্বর ২০২৩

মিরপুরে একদিনে ১৫ জনের হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে দিয়েছে পুলিশ। এই সময়ে ৫৫টি মোবাইলের প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় সেগুলো নিজেদের কাছে সংগ্রহে রেখেছে মিরপুর মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) এসব মোবাইল হস্তান্তর করা হয় বলে জানান মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন।

তিনি বলেন, মোবাইল উদ্ধারে মিরপুর মডেল থানায় বিশেষ একটি টিম গঠন করা হয়। সেই টিমই দেশের বিভিন্ন স্থান থেকে এসব মোবাইল উদ্ধার করে। এসব মোবাইল হারানো এবং চুরি হওয়া। বিভিন্ন সময় এসব মোবাইল উদ্ধারে জিডি করা হয়। সেই জিডি ও মামলার সূত্রে এসব মোবাইল উদ্ধার করা হয়।

উদ্ধার করা মোবাইলের মধ্যে ১৫ জন মালিকের কাছে হস্তান্তর করা হয়। বাকি মোবাইল প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় হস্তান্তর করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

আরএসএম/বিএ/জেআইএম