ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

প্রতীক বরাদ্দ পেয়ে আচরণবিধি মেনে প্রচারণার নির্দেশ ইসির

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ১০:৩৮ পিএম, ১৭ ডিসেম্বর ২০২৩

ভোটগ্রহণের ৫২ দিন আগে, ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। এরপর একে একে শেষ হয় প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল, বাছাই, আপিল দায়ের ও নিষ্পত্তি এবং প্রার্থিতা প্রত্যাহার কার্যক্রম। এবার প্রতীক বরাদ্দের পালা।

সোমবার (১৮ ডিসেম্বর) রিটার্নিং কর্মকর্তারা প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেবেন। ওইদিন থেকেই শুরু হবে ভোটের প্রচারণা। প্রতীক বরাদ্দ পেয়ে আচরণবিধি মেনে প্রার্থীদের প্রচারণা চালানোর নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম।

রোববার (১৭ ডিসেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ কথা বলেন সচিব।

প্রতীক বরাদ্দ ও প্রচারণা প্রসঙ্গে সচিব বলেন, আমাদের ম্যাসেজ একটিই। প্রত্যেক প্রার্থী যেন নির্বাচনে আচরণবিধি মেনে প্রচার-প্রচারণা করেন।

সচিব বলেন, ঘোষিত তফসিল অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল আজ, ১৭ ডিসেম্বর। এখন মোট ২৭টি রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করছে। আমাদের ২৮টি রাজনৈতিক দল থেকে একটি, অর্থাৎ গণতন্ত্রী পার্টি বাদ গিয়েছে।

এমওএস/এমএইচআর