উত্তরায় ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
রাজধানীর উত্তরায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে মো. আলম (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
তার সহকর্মী বশির জানান, সোমবার সকালে উত্তরায় দেওয়ান সিটি নির্মাণাধীন ৯ তলা ভবনের দ্বিতীয় তলায় পানি দেওয়ার সময় মাথা ঘুরে নিচে পড়ে যায় আলম। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার গ্রামের বাড়ি নেত্রকোনায়। তার বাবার নাম কফিল উদ্দিন বলে জানান তিনি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোজাম্মেল হক বলেন, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
জেএইচ/এবিএস
সর্বশেষ - জাতীয়
- ১ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিশ্বে নজিরবিহীন দৃষ্টান্ত
- ২ মিরপুরে নির্বাচনি প্রচারপত্র বিলিকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষ
- ৩ চট্টগ্রামে ১০ জনের মনোনয়ন প্রত্যাহার, বৈধ প্রার্থী ১১১, বাতিল ২
- ৪ যে বিবেচনায় পূর্বাচলে দুটি নতুন থানা স্থাপনের প্রস্তাব অনুমোদন
- ৫ পোস্টাল ব্যালট নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: সিইসি