দেশজুড়ে তীব্র ভূকম্পন অনুভূত
রাজধানীসহ সারাদেশে বড় মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে এই ভূমিকম্প অনুভূত হয়। ৬.৯ মাত্রার এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের মাওলাইক থেকে ৭৪ কিলোমিটার দক্ষিণ–পূর্বে। মার্কিন ভূতত্ত্ব জরিপ সংস্থা ইউএসজিএস প্রাথমিকভাবে এ তথ্য জানিয়েছে।
তবে বাংলাদেশে এর মাত্রা কতো তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি আবহাওয়া অফিস। আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকা থেকে ৪২০ কিলোমিটার পূর্ব দিকে মিয়ানমারে এর উৎপত্তিস্থল। ভূমিকম্পে এ পর্যন্ত ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আহতরা হলেন, রাজধানীর মাতুয়াইলের ৯ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ নাজনীন আক্তার (৩২)। ভূমিকম্পের পর থেকে তার শরীরে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছে। নিমতলীর নতুন রাস্তা থেকে শাহীন (৪০) ভূমিকম্পের সময় নিমতলী নতুন রাস্তা দিয়ে হাঁটার সময় তার খিঁচুনি শুরু হয়।
এছাড়া বংশালের আগামাছি লেনের বৃষ্টি আক্তার (১৮) নামের গার্মেন্টস কর্মী ও ঢাবির সূর্য সেন হলের তরিকুল ইসলাম নামের এক শিক্ষার্থীও আহত হয়েছেন।
এদিকে, ভূমিকম্পের কারণে নগরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা ভবন ছেড়ে রাস্তায় নেমে আসে।
এসএ/এসকেডি/এআরএস/এবিএস