ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

গোপালগঞ্জের ধর্ষণ মামলার পলাতক আসামি ঢাকায় গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২:১০ পিএম, ২০ মার্চ ২০২৪

গোপালগঞ্জে সদরের ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামি মো. মাছুম মিয়াকে (৪৫) রাজধানীর কদমতলী এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। বুধবার (২০ মার্চ) র‌্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার এম জে সোহেল এ তথ্য জানান।

তিনি বলেন, র‌্যাব-১০ এর একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় রাজধানীর কদমতলী থানাধীন মাতুয়াইল এলাকায় একটি অভিযান পরিচালনা করে। অভিযানে গোপালগঞ্জের সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের চাঞ্চল্যকর ধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক প্রধান আসামি মো. মাছুম মিয়াকে গ্রেফতার করা হয়।

এম জে সোহেল আরও বলেন, গ্রেফতার আসামি উল্লেখিত ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামি বলে স্বীকার করেছেন। তিনি এ মামলা রুজুর পর থেকে নিজেকে আইনের হাত থেকে বাচানোর জন্য ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিলেন।

গ্রেফতার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাবের এ কর্মকর্তা।

টিটি/এমআইএইচএস/এএসএম