জেলা জজ পদমর্যাদার দুই কর্মকর্তা বদলি
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের দায়িত্বপ্রাপ্ত যুগ্মসচিব (জেলা ও দায়রা জজ) মো. আবু আহমেদ জমাদারকে ঢাকার বিশেষ জজ আদালত নং-৩ এর বিশেষ জজ হিসেবে বদলি করা হয়েছে।
অন্যদিকে, ঢাকার বিশেষ জজ আদালত নং-৩ এর বিশেষ জজ বাসু দেব রায়কে পটুয়াখালীর বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ের উপ-সচিব (প্রশাসন) মিজানুর রহমান খান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উভয় জজকে ২২ ডিসেম্বর নিজ নিজ দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলিকৃত কর্মস্থলে যোগদনের জন্য বলা হয়েছে।