পরিচালক চাষী নজরুলের চিকিৎসার ভার খালেদা জিয়ার
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও একুশে পদকজয়ী বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক অসুস্থ্য চাষী নজরুল ইসলামের চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার বিএনপির সহ-দফতর সম্পাদক আব্দুল লতিফ জনির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
চাষী নজরুল ইসলামের স্ত্রী মিসেস জোৎস্না কাজী বুধবার রাতে বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেন। এ সময় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া তাঁর চিকিৎসার খোঁজ খবর নেন এবং চিকিৎসার সমস্ত দায়িত্ব গ্রহণ করেন। উন্নত চিকিৎসার বিদেশে যাওয়ার প্রয়োজন হলেও তার দায়িত্ব নিবেন খালেদা জিয়া।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, খালেদা জিয়া চাষী নজরুলের চিকিৎসার সার্বক্ষণিক খোঁজ খবর রাখার জন্য দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তার উপদেষ্টা ডাঃ এ জেড এম জাহিদ হোসেনকে দায়িত্ব দিয়েছেন।
উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর মঙ্গলবার সকালে পেটে ভীষণ ব্যথা অনুভূত হওয়ায় রাজধানীর ল্যাব এইড হাসপাতালের ভর্তি হন চাষী নজরুল ইসলাম। চিকিৎকরা পরীক্ষা-নিরীক্ষা করে জানিয়েছেন, তার পেটে সংক্রমণ ধরা পড়েছে। লিভার ক্যান্সারে আক্রান্ত হয়েছেন তিনি। তিনি ক্যান্সার বিশেষজ্ঞ (অনকোলজিস্ট) প্রফেসর সৈয়দ আকরাম হোসেনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। বর্তমানে তিনি বাসায় রয়েছেন।