নাস্তা ওষুধ নিয়ে ডিবি অফিসে শফিক রেহমানের স্ত্রী
ওষুধ ও সকালের নাস্তা নিয়ে ডিবি অফিসের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক ও উপস্থাপক শফিক রেহমানের স্ত্রী তালেয়া রেহমান।
১৫ ইস্কাটনের বাসা থেকে সকাল ১১টা ২৪ মিনিটে তিনি মিন্টো রোডস্থ ডিবি অফিসের দিকে রওয়ানা দিয়েছেন।
‘মৌচাকে ঢিল’ এর সহ-সম্পাদক সজীব ও-নাসিস জাগো নিউজকে বলেন, সকাল সাড়ে ৮টায় ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার পর আপা (শফিক রেহমানের স্ত্রী) আমাকে মোবাইল ফোনে আসতে বলেন। দেড় ঘণ্টা অবধি থানা, ডিবি পুলিশ কিংবা র্যাআব সবাই গ্রেফতারের বিষয়টি অস্বীকার করে।
সকাল ১০টার দিকে ফোন করে যখন জানানো হয় শফিক রেহমান ডিবি অফিসে। সকালের নাস্তা ও ওষুধ নিয়ে যেন আসা হয়।
ম্যাডাম (রেহমানের স্ত্রী তালেয়া রেহমান) নিজেও অসুস্থ। শফিক রেহমানও অসুস্থ। তার কোলস্টেরল বেশি। এছাড়া ডায়াবেটিসও রয়েছে। সকালের নাস্তা ও ওষুধপত্র নিয়ে ম্যাডাম মাত্র ( বেলা ১১টা ২৪ মিটি) চলে গেছেন।
জেইউ/এএইচ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ চাটখিল ফোরাম-ঢাকার সভাপতি নুর নবী, সম্পাদক রাজন
- ২ জুলাই আন্দোলনে শহীদ ১১৪ জনের পরিচয় শনাক্তে মরদেহ উত্তোলন রোববার
- ৩ নিরাপদ খাদ্য নিশ্চিতে একসঙ্গে কাজ করবে ক্যাব ও বিএসএএফই
- ৪ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় নারী উদ্যোক্তাদের অতিরিক্ত অর্থায়ন প্রয়োজন
- ৫ টেকনাফে সন্ত্রাসী ‘লম্বা মিজান’র বাড়ি থেকে বিপুল অস্ত্র উদ্ধার