ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

জুমাতুল বিদা’য় রোজা কবুলের আর্তি মুসল্লিদের

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৩১ পিএম, ০৫ এপ্রিল ২০২৪

চলতি রমজানের শেষ জুমা বা জুমাতুল বিদা আজ শুক্রবার। এদিন মসজিদগুলোতে জুমার নামাজে ছিল মুসল্লিদের উপচে পড়া ভিড়।

জুমার দুই রাকাত ফরজ নামাজ শেষে মোনাজাতে মহান আল্লাহর কাছে গুনাহ থেকে ক্ষমা চাইতে থাকেন মুসল্লিরা। অনেকে মহান সৃষ্টিকর্তার কাছে চোখের জলে মৃত বাবা-মা, আত্মীয়-স্বজনসহ মুসলিম নর-নারীর রুহের মাগফিরাত কামনা করেন। এছাড়া রোজা কবুল করে নিতে আল্লাহর কাছে আর্তি ছিল সবার।

শুক্রবার (৫ এপ্রিল) ২৫ রমজান। চাঁদ দেখা সাপেক্ষে আগামী বুধবার বা বৃহস্পতিবার (১০ বা ১১ এপ্রিল) দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

জুমাতুল বিদায় রোজা কবুলের আর্তি মুসল্লিদের

আজ জুমাতুল বিদা হওয়ায় জুমার আজানের আগেই মুসল্লিরা মসজিদে আসতে শুরু করেন। দুপুর ১টা বাজতে না বাজতেই মসজিদগুলো মুসল্লিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। অনেক স্থানে মসজিদে জায়গা না পেয়ে জুমার জামাতে শামিল হতে রাস্তায় কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে যান মুসল্লিরা।

আরও পড়ুন

দেশের শান্তি-সমৃদ্ধি কামনা ছাড়াও ফিলিস্তিনে নির্যাতিত মুসলমানদের জন্য দোয়া হয়েছে সব মসজিদেই। ঈদ উপলক্ষে প্রিয়জনের সঙ্গে সাক্ষাতের জন্য যারা দূরদূরান্তে যাবেন, তাদের যাত্রা যাতে নিরাপদ হয় সেই দোয়াও করেছেন মুসল্লিরা।

জুমাতুল বিদায় রোজা কবুলের আর্তি মুসল্লিদের

রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জুমার নামাজে মুসল্লিদের দল নেমেছিল। যাত্রাবাড়ীর মাতুয়াইলের বায়তুল আমান চান বানু জামে মসজিদে জুমার নামাজে মুসল্লিদের উপচে পড়া ভিড় দেখা গেছে।

সওয়াবের আশায় মুসল্লিরা দানও করেছেন। জমাতুল বিদা উপলক্ষে মসজিদগুলোর সামনে ভিক্ষুকদের ভিড়ও ছিল বেশি।

জুমাতুল বিদায় রোজা কবুলের আর্তি মুসল্লিদের

ইসলামের ইতিহাস অনুযায়ী, রমজান মাসের শেষ শুক্রবার আল্লাহর নবী হজরত দাউদ (আ.) এর পুত্র হজরত সুলায়মান (আ.) জেরুজালেম নগরী প্রতিষ্ঠা করেন। সেখানে পুনর্নির্মাণ করেন মুসলমানদের প্রথম কিবলাহ ‘মসজিদুল আকসা’। এ জন্য প্রতি বছর সারা বিশ্বের মুসলমানদের কাছে রমজান মাসের শেষ শুক্রবার ‘আল কুদস’ দিবস হিসেবেও পরিচিত।

আরএমএম/কেএসআর/এএসএম