ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সংস্কার কাজ চলা কালুরঘাট সেতুতে লাইটারেজ জাহাজের ধাক্কা

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ০৪:২২ পিএম, ৩০ এপ্রিল ২০২৪

চট্টগ্রামের কর্ণফুলী নদীর ওপর সবচেয়ে পুরোনো কালুরঘাট সেতু দিয়ে চলাচল করছে সম্প্রসারিত কক্সবাজার রেল রুটের আন্তঃনগর ট্রেনগুলো। সেতুটি এখনও সংস্কার পর্যায়ে রয়েছে। এ সেতুুতে এমভি সমুদা-১’ নামের একটি লাইটারেজ জাহাজের ধাক্কা দেওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কর্ণফুলী নদীর পশ্চিম প্রান্তের এ কে খান ডক ইয়ার্ড থেকে প্রবল স্রোতের প্রবাহে জাহাজটি ভেসে গিয়ে সেতুতে ধাক্কা দেয়। এরপর জাহাজটি সেতুর সঙ্গে আটকে যায়।

এদিকে ঘটনার খবর পেয়ে রেলওয়ে পূর্বাঞ্চলের সেতু প্রকৌশলী জিসান দত্ত ও সেতুর সংস্কার কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ব্যাপারে সেতু প্রকৌশলী জিসান দত্ত বলেন, ‘ঘটনাটি জানার পরপরই দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় কী ধরণের ক্ষয়ক্ষতি হয়েছে তা নির্ধারণ করা হবে। পাশাপাশি জাহাজটির মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করা হবে বলে জানান তিনি।

এমডিআইএইচ/এসআইটি/এএসএম