ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ঘূর্ণিঝড় রিমাল

জলাবদ্ধতা নিরসনে কাজ করছে ডিএনসিসির কুইক রেসপন্স টিম

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৩:০৮ পিএম, ২৭ মে ২০২৪

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সোমবার (২৭ মে) ভোর থেকে রাজধানীতে বৃষ্টি হচ্ছে। এতে নগরের বিভিন্ন সড়কে পানি জমে গেছে। কোথাও কোথাও গাছপালা উপড়ে পড়েছে। ফলে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। ভোগান্তিতে পড়েছেন বাড়ির বাইরে বের হওয়া অনেকে।

সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কুইক রেসপন্স টিম কাজ করছে।

jagonews24

সোমবার দুপুরে ডিএনসিসির ফেসবুক পেজের এক পোস্টে উইক রেসপন্স টিমের কাজের কয়েকটি ছবি আপলোড করা হয়। দেখা যায়, সড়কে জলাবদ্ধতা নিরসন, ড্রেন, নালা পরিষ্কার, সড়কে উপড়ে পড়া গাছপালা অপসারণ করছে কুইক রেসপন্স টিমের সদস্যরা।

আরও পড়ুন

এর আগে রোববার (২৬ মে) জনসাধারণের দুর্ভোগ লাঘবে ঘূর্ণিঝড় রিমাল মোকাবিলায় জরুরি নির্দেশনা দেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।

 jagonews24

এসব নির্দেশনার মধ্যে রয়েছে, সংশ্লিষ্ট অফিসারদের সব ধরনের ছুটি বাতিল, দ্রুত পানি নিষ্কাশনে কুইক রেসপন্স টিম প্রস্তুত, ঝড়ে কোথাও কোনো গাছ পড়ে রাস্তা ব্লক হলে দ্রুত অপসারণসহ নগরবাসীর সব ধরনের সহযোগিতার জন্য এগিয়ে আসা। এ ছাড়া জরুরি প্রয়োজনে নগরবাসীকে ডিএনসিসির হটলাইন নাম্বার ১৬১০৬ নাম্বারে ফোন করার জন্য আহ্বান জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম।

রোববার বিকেলে (২৬ মে) গুলশান নগর ভবনে এক জরুরি সভায় তিনি এসব নির্দেশনা দেন। এসময় ডিএনসিসি মেয়র কাউন্সিলরদের নিজ নিজ ওয়ার্ডে সরেজমিনে থেকে তদারকি করার আহ্বান জানান।

এমএমএ/এসএনআর/জিকেএস