শের-ই-বাংলার ৫৪তম মৃত্যুবার্ষিকীতে সাতুরিয়ায় ব্যাপক কর্মসূচি
অবিভক্ত বাংলার সাবেক মুখ্যমন্ত্রী শের-ই-বাংলা এ কে ফজলুল হক’র ৫৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বুধবার সাতুরিয়া গ্রামে ব্যাপক কর্মসূচি আয়োজন করছে ‘শের-ই-বাংলা এ কে ফজলুল হক রিসার্চ ইনন্সিটিটিউট’।
শের-ই-বাংলার জন্মস্থান ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামে মহান নেতার স্মৃতিকে স্মরণীয় রাখার জন্য যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম ২০১৪ সালের ২৬ অক্টোবর (শের-ই-বাংলার জন্মদিন) সাতুরিয়া গ্রামে শের-ই-বাংলার নানা বাড়ির কাছে ‘শের-ই-বাংলা এ কে ফজলুল হক রিসার্চ ইনন্সিটিটিউট’ প্রতিষ্ঠা করেন।
প্রতিষ্ঠার পর হতেই ‘শের-ই-বাংলা এ কে ফজলুল হক রিসার্চ ইনন্সিটিটিউট’ ব্যাপক আয়োজনে প্রতি বছর শের-ই-বাংলার জন্ম ও মৃত্যুবার্ষিকী পালন করে আসছে।
বুধবার শের-ই-বাংলার ৫৪তম মৃত্যুবাষির্কী উপলক্ষে সাতুরিয়ায় ব্যাপক কর্মসূচি পালন করবে ‘শের-ই-বাংলা এ কে ফজলুল হক রিসার্চ ইনন্সিটিটিউট’। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, কোরআন খানি, দোয়া ও মিলাদ, শিক্ষার্থীদের মধ্যে টি-শার্ট এবং বই বিতরণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক ডা. আজিজ রহিম। প্রধান বক্তা থাকবেন (টেলি কনফারেন্স) ‘শের-ই-বাংলা এ কে ফজলুল হক রিসার্চ ইনন্সিটিটিউট’র প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম। বিশেষ অতিথি থাকবেন রাজাপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মো. মনিরুজ্জামান, কাউখালি উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী কাজী এনায়েতুর রহমান বাচ্চু প্রমুখ। সভাপতিত্ব করবেন শের-ই-বাংলা এ কে ফজলুল হক রিসার্চ ইনস্টিটিউট চেয়ারম্যান আলহাজ্জ কে এম আব্দুল করিম। সংবাদ বিজ্ঞপ্তি।
জেএইচ/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ নির্বাচন উপলক্ষে বিদেশি নাগরিকদের ভিসা প্রদানে নতুন নির্দেশনা
- ২ ডিএনসিসিতে ‘ইয়ুথ ফর ফেয়ার সিটি’ প্ল্যাটফর্মের যাত্রা শুরু
- ৩ ফের লাইনে লিকেজ, উত্তরা ও আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ
- ৪ চট্টগ্রামে সিলিন্ডার গ্যাসের জন্য হাহাকার, বাড়ছে ক্ষোভ
- ৫ ভোটে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা