শাহবাগ আন্দোলনকারীদের দখলে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সরকার পদত্যাগের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের দ্বিতীয় দিনে রাজধানীর শাহবাগ মোড় দখলে নিয়েছেন আন্দোলনকারীরা।
সোমবার (৫ আগস্ট) বেলা ১টার পর থেকে শাহবাগের উদ্দেশ্য আসতে থাকে আন্দোলনকারীরা। এ সময় বিক্ষিপ্তভাবে আন্দোলনকারীরা শাহবাগ মোড়ে এসে জড়ো হয়।
আন্দোলনকারী সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছে। শাহবাগ মোড়ে পুলিশ দেখা যায়নি।
জানা গেছে, রামপুরা, কাকরাইল ও বেইলী রোডের দিক থেকে আন্দোলনকারী শাহবাগের দিকে যাচ্ছেন।
এদিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত রাজধানীর উত্তরা, বাড্ডা, রামপুরা, যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকায় আন্দোলনকারীরা সড়কে নেমে আন্দোলন চালিয়েছে যাচ্ছে।
টিটি/জেএইচ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষদিন সোমবার, প্রার্থীদের যেসব তথ্য জরুরি
- ২ তীব্র শীতে নিউমার্কেটে জমে উঠেছে গরম কাপড়ের বাজার
- ৩ মিয়ানমারে ডিজেল-সিমেন্ট পাচারকালে বঙ্গোপসাগরে নৌকাসহ আটক ১১
- ৪ চট্টগ্রামের টেকসই উন্নয়নে প্রয়োজন নগর সরকার: মেয়র শাহাদাত
- ৫ তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুমোদনে তামাকবিরোধী জোটের অভিনন্দন