ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

মিরপুরে গুলিতে আহত শাকিল মারা গেছেন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | ঢাকা বিশ্ববিদ্যালয় | প্রকাশিত: ০৬:৫০ পিএম, ০৭ আগস্ট ২০২৪

রাজধানীর মিরপুরে সংঘর্ষে আহত ঢাকা মহানগর ছাত্র ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক জুলফিকার আহমেদ শাকিল মারা গেছেন।

বুধবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকার আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতালে মারা যান তিনি।

গত ৪ আগস্ট মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচি পালনকালে গুলিতে আহত হন শাকিল। তখন থেকেই তিনি হাসপাতালে ভর্তি ছিলেন।

শাকিল ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভের (ইউডা) চারুকলা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি মিরপুরের সুবিধাবঞ্চিত শিশুদের বিদ্যায়তন আমাদের পাঠশালার সাবেক শিক্ষার্থী এবং ওই বিদ্যালয়ের কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন।

এদিকে শাকিলের মৃত্যুতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খান রিচার্ড ও সাধারণ সম্পাদক সৈকত আরিফ শোক জানিয়েছেন।

এমএইচএ/বিএ/এমএস