ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে কলকাতায় চিকিৎসকদের বিক্ষোভ

পশ্চিমবঙ্গ প্রতিনিধি | কলকাতা | প্রকাশিত: ০৯:৫৬ পিএম, ০২ সেপ্টেম্বর ২০২৪

কলকাতার আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনার ২৩ দিন পার হয়েছে। দিন যতই যাচ্ছে, এই ঘটনা কেন্দ্র করে বিক্ষোভের আয়তন ততই বাড়ছে। এর মধ্যেই এবার কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে হাতে ফুল ও প্রতীকী শিরদাঁড়া নিয়ে মিছিল করেছেন তরুণ চিকিৎসকরা।

বিক্ষোভকারীরা বলেন, যেহেতু কলকাতা পুলিশ তাদের শিরদাঁড়া অনেক আগেই হারিয়ে ফেলেছে, তাই এদিনের মিছিলে তারা প্রতীকী শিরদাঁড়া এনেছেন। সেসময় তারা বিনীত গোয়েলের কুশ-পুত্তুলিকাও পোড়ান।

কলকাতার পুলিশ কমিশনা বিনীত গোয়েলের কুশপুত্তলি পোড়াচ্ছেন তরুণ চিকিৎসকরাকলকাতার পুলিশ কমিশনা বিনীত গোয়েলের কুশপুত্তলি পোড়াচ্ছেন তরুণ চিকিৎসকরা

সোমবার (২ সেপ্টেম্বর) কলকাতার কলেজ স্কয়ার থেকে শুরু হয় তরুণ চিকিৎসকদের মিছিল। সেটি বিবি গাঙ্গুলী সড়কে পৌঁছালেই আটকে দেয় কলকাতা পুলিশের বিশাল বাহিনী। দেওয়া হয় ব্যারিকেড। পুরো এলাকাটা ঘিরে ফেলা হয় বিপুলসংখ্যক পুলিশ সদস্য দিয়ে। নজর রাখতে বসানো হয় সিসিটিভি ক্যামেরা। তাছাড়া আন্দোলকারীদের শনাক্ত করে রাখার জন্য ওড়ানো হচ্ছে ড্রোনও।

এদিন মিছিল আটকে দিলে রাস্তাতেই বসে পড়েন চিকিৎসকরা। তাদের দাবি, কলকাতা পুলিশ কমিশনার ইসতাফা দিলে আন্দোলন তুলে নেবেন তারা। তাদের সঙ্গে যতক্ষণ না পর্যন্ত কলকাতা পুলিশের উচ্চপদস্থ কোনো কর্মকর্তা দেখা না করবেন, ততক্ষণ তারা রাস্তায় বসেই শান্তিপূর্ণ বিক্ষোভ করবেন। প্রয়োজন হলে সারা রাত সেখানে বসে থাকবেন।

আন্দোলনকারী তরুণ চিকিৎসকরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পুলিশ কমিশনার পদত্যাগ না করলে আরও বড় কর্মসূচি দেওয়া হবে।

আর জি কর কাণ্ডের পর থেকেই কলকাতা পুলিশের ভূমিকা প্রশ্নের মুখে পড়ে। কমিশনার বিনীত গোয়েল একের পর এক বক্তব্য ঘিরে বিতর্ক সৃষ্টি হয়।

ডিডি/এসএএইচ