কমলাপুরে ট্রেনের বগিতে আগুন
কমলাপুর রেলওয়ে স্টেশনে পারাবত এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর ২টা ৪০ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কমলাপুর জিআরপি থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার ২টা ৫৫ মিনিটের দিকে খিলগাঁও ফায়ার সার্ভিস ও পুলিশ আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে তাৎক্ষণিকভাবে কে বা কারা আগুন দিয়েছে তা এবং অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।