কারাগারে নিজামীর সঙ্গে পরিবারের সাক্ষাৎ
ফাইল ছবি
মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের আমীর মতিউর রহমান নিজামীর সঙ্গে সাক্ষাৎ করেছেন তার স্ত্রী-সন্তানসহ পরিবারের ১০ জন সদস্য। শুক্রবার সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ তারা সাক্ষাৎ করেন।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সুপার প্রশান্ত কুমার বনিক জানান, বেলা সোয়া ১১টার দিকে মতিউর রহমান নিজামীর ১০ স্বজন কারাগারে পৌঁছান। পরে বেলা ১১টা ২৫ মিনিটে ৪০ মিনিট সময় দিয়ে নিজামীর সঙ্গে কথা বলতে তার স্ত্রী বেগম সামসুন্নাহার নিজামী, ছেলে ব্যারিস্টার নজিব মোমেন ও নাইমুর রহমান, মেয়ে খাদিজা মোহসীনা এবং পুত্রবধূ সালেহা ও রাইয়ানকে কারাগারে ঢুকতে দেয়া হয়। পরে কারাগারে যান তার ভাগিনা শাহাদাৎ হোসেন, বাকীবিল্লাহ, জামাতা রওশন আলী ও নাতি ঈমনসহ ৪ জন। দুপুর ১২টা ১০ মিনিটে কারাগার থেকে বের হয়ে যান তারা। ওই কারাগারের একটি কক্ষে তারা নিজামীর সঙ্গে কথা বলেন। তবে সাক্ষাতের সময় স্বজনরা কি বিষয় নিয়ে কথা বলেছেন তা জানা যায়নি।
আমিনুল ইসলাম/এসএস/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ চাটখিল ফোরাম-ঢাকার সভাপতি নুর নবী, সম্পাদক রাজন
- ২ জুলাই আন্দোলনে শহীদ ১১৪ জনের পরিচয় শনাক্তে মরদেহ উত্তোলন রোববার
- ৩ নিরাপদ খাদ্য নিশ্চিতে একসঙ্গে কাজ করবে ক্যাব ও বিএসএএফই
- ৪ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় নারী উদ্যোক্তাদের অতিরিক্ত অর্থায়ন প্রয়োজন
- ৫ টেকনাফে সন্ত্রাসী ‘লম্বা মিজান’র বাড়ি থেকে বিপুল অস্ত্র উদ্ধার