শাহ আমানত বিমানবন্দর ২ ঘণ্টা বিদ্যুৎবিহীন
দুই ঘণ্টা বিদ্যুৎ না থাকায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয়ের ঘটনা ঘটেছে। বুধবার সকাল সাড়ে ৬টা থেকে ৮টা ২০ মিনিট পর্যন্ত বিদ্যুৎ না থাকায় দুইটি ফ্লাইট বিপর্যয়ের মুখে পড়ে বলে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবস্থাপক উইং কমান্ডার মেজর নূর-ই-আলম জানান, সকাল সাড়ে ৬টার দিকে বিমানবন্দর পাওয়ার ডিস্ট্রিবিউশন প্যানেল হঠাৎ হ্যাং হয়ে যাওয়ায় ওই বিদ্যুৎ বিপর্যয় সৃষ্টি হয়।