আয়োজকের নাক ফাটালেন অতিথি
বিএনপিকে নিয়ে বক্তব্য দিতে নিষেধ করায় আয়োজক সংগঠনের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এয়াকুব আলী শিকদারের নাক ফাটালেন অনুষ্ঠানের অতিথি ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল হক সবুজ।
বুধবার সকালে শাহবাগ পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা পরিষদ আয়োজিত বিজয় দিবস উপলক্ষে ‘মুজিব রণাঙ্গণে ছিলাম-আছি-থাকবো এবং বঙ্গবন্ধুকে কটূক্তির প্রতিবাদ’ শীর্ষক আলোচনা সভায় এ ঘটনা ঘটে।
উপস্থিত আট থেকে দশ জন লোক এয়াকুব আলী শিকদারকে বেধরক মারধোর করেন। এতে তার নাক ও মুখ থেকে রক্ত বের হয় এবং মাথায় আগাত পান। পরে তাকে নেত্রোকোনা-১ (দূর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ছবি বিশ্বাসের গাড়িতে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে নিয়ে যাওয়া হয়।
সর্বশেষ - জাতীয়
- ১ আল আমিনের জঙ্গি সংশ্লিষ্টতা খতিয়ে দেখছে পুলিশ, ৩ নারী গ্রেফতার
- ২ তারেক রহমানকে কটূক্তির অভিযোগে গ্রেফতার শিক্ষক কারাগারে
- ৩ মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষদিন সোমবার, প্রার্থীদের যেসব তথ্য জরুরি
- ৪ তীব্র শীতে নিউমার্কেটে জমে উঠেছে গরম কাপড়ের বাজার
- ৫ মিয়ানমারে ডিজেল-সিমেন্ট পাচারকালে বঙ্গোপসাগরে নৌকাসহ আটক ১১