ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

টিআইবিতে দুর্নীতিবিরোধী কার্টুন প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৯:৫৫ পিএম, ০৯ ডিসেম্বর ২০২৪

দেশে দুর্নীতিবিরোধী বার্তা ছড়িয়ে দিতে বিভিন্ন বয়সী তরুণদের হাতে ও ডিজিটাল মাধ্যমে আঁকা কার্টুন এবং কমিক স্ট্রিপ প্রতিযোগিতার ফল ঘোষণা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একই সঙ্গে ১৩ দিনব্যাপী প্রদর্শনী ও ভার্চুয়াল গ্যালারিও উদ্বোধন করা হয়।

সোমবার (৯ ডিসেম্বর) টিআইবির ধানমণ্ডি কার্যালয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে প্রদর্শনীর উদ্বোধন করেন অতিথিরা। উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের স্বাগত জানিয়ে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়।

টিআইবি দুর্নীতিবিরোধী আন্দোলনে তরুণদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্ব দেয় মন্তব্য করে ড. ইফতেখারুজ্জামান বলেন, দুর্নীতি প্রতিরোধে শুধুমাত্র আইনের শাসন, দুর্নীতির দায়ে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক জবাবদিহি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতাই যথেষ্ট নয় বরং জনগণকেও দুর্নীতির বিরুদ্ধে শক্তিশালী অবস্থান গ্রহণ করতে হবে। বিশেষ করে দুর্জয় তারুণ্যের উদ্ভাবনী শক্তিতে দুর্নীতির বিরুদ্ধে তাদের প্রতিবাদ ও সচেতনতা গুরুত্বপূর্ণ। আর কার্টুন সেই প্রতিবাদের অন্যতম অনুসঙ্গ।

আরও পড়ুন

এসময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে সুইজারল্যান্ডের চার্জ দ্যা অ্যাফেয়ারস কোরিন হেনচজ পিগনানি, বাংলাদেশে নেদারল্যাণ্ডের ডেপুটি হেড অব মিশন থিইজ উডসট্রা, এফসিডিও-এর ডেপুটি ডেভেলপমেন্ট ডিরেক্টর ডানকান ওভারফিল্ড, ইউএসএআইডির ডেমোক্রেসি, হিউম্যান রাইটস অ্যান্ড গভর্ন্যান্স অফিসের পরিচালক অ্যালেনি টেনসে, বাংলাদেশে সুইডেন দূতাবাসের পলিটিক্যাল, ট্রেড অ্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান লুভিসা হফম্যান, দুর্নীতিবিরোধী কার্টুন প্রতিযোগিতার বিচারক কার্টুনিস্ট ও উন্মাদ পত্রিকার সম্পাদক আহসান হাবিব এবং নিউ এজ পত্রিকার সিনিয়র কার্টুনিস্ট মেহেদি হক।

এসআরএস/এমআইএইচএস/এমএস