ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট

প্রকাশিত: ০৫:১২ এএম, ২৬ ডিসেম্বর ২০১৪

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মেঘনা সেতুর উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার রাতে ঢাকাগামী একটি তেলের ড্রামভর্তি ট্রাক মহাসড়কের গজারিয়া অংশে মেঘনা সেতুর ওপর বিকল হয়ে পড়ায় এ অবস্থায় সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, বিকল হওয়া ট্রাকটি সেতুর ওপর থেকে সরিয়ে নেওয়া হলেও গাড়ির চাপ বেশি থাকায় সেতুর উভয় দিকে প্রায় ৩০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
 
তারা আরও জানায়, বৃহস্পতিবার রাতে সেতুর ওপর থেকে বিকল ট্রাকটি  সড়িয়ে নেয়া হয়েছে। টানা তিন দিন ছুটির কারণে মহাসড়কে অন্য সময়ের চেয়ে যানবাহন চলাচলের চাপ কয়েকগুন বেড়ে যাওয়ার কারণে যানজটের সৃষ্টি হয়েছে।