মহাসড়কে ওজন নিয়ন্ত্রণ স্টেশন বসানো হবে : ওবায়দুল কাদের
দেশের সব মহাসড়কে ওজন নিয়ন্ত্রণ স্টেশন বসানো হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার সকালে তেঁতুলিয়া-ঢাকা মহাসড়কের শিংপাড়া এলাকায় ওজন নিয়ন্ত্রণ স্টেশন উদ্বোধনকালে মন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, মহাসড়কগুলো নষ্ট হওয়ার জন্য অতিরিক্ত মালবোঝাই যানবাহন ও চালকদের বেপরোয়া গাড়ি চালানো দায়ী। এ জন্য দেশের সব মহাসড়কে ওজন নিয়ন্ত্রণ স্টেশন বসানো হচ্ছে।
মন্ত্রী বলেন, বিএনপি একটি রাজনৈতিক দল। আন্দোলন করা তাদের গণতান্ত্রিক অধিকার, কিন্তু আন্দোলনের নামে কোনো অরাজকতা, সহিংসতা সৃষ্টি হলে সরকার তা রাজনৈতিকভাবে মোকাবিলা করবে। ৫ জানুয়ারির নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর গণভবনের আমন্ত্রণে খালেদা জিয়া সাড়া দিলে বাংলাদেশের রাজনীতিতে এক নতুন মেরুকরণ হতো।
দেশের ৩৭টি দুর্ঘটনাপ্রবণ সড়কের উন্নয়নকাজ শেষ হলে দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন। এ সময় পঞ্চগড়-২ আসনের সাংসদ মো. নুরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজাহারুল হক প্রধান, জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন, পুলিশ সুপার আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
সর্বশেষ - জাতীয়
- ১ আল আমিনের জঙ্গি সংশ্লিষ্টতা খতিয়ে দেখছে পুলিশ, ৩ নারী গ্রেফতার
- ২ তারেক রহমানকে কটূক্তির অভিযোগে গ্রেফতার শিক্ষক কারাগারে
- ৩ মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষদিন সোমবার, প্রার্থীদের যেসব তথ্য জরুরি
- ৪ তীব্র শীতে নিউমার্কেটে জমে উঠেছে গরম কাপড়ের বাজার
- ৫ মিয়ানমারে ডিজেল-সিমেন্ট পাচারকালে বঙ্গোপসাগরে নৌকাসহ আটক ১১