দুই জেলায় বইছে শৈত্যপ্রবাহ, বাড়তে পারে যেসব জেলায়

বৃহস্পতিবার থেকে সারাদেশে তাপমাত্রা কমেছে। এতে শীতও বেড়েছে। শনিবার (২৫ জানুয়ারি) দেশের ২ জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি আগামীকাল থেকে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে বিস্তার লাভ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দিনাজপুর ও পঞ্চগড় জেলাসমূহের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু এলাকায় বিস্তার লাভ করতে পারে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এসময় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যহত হতে পারে।
- আরও পড়ুন:
- মাঘের শীতে বিপর্যস্ত গাইবান্ধার জনজীবন
- বিপর্যস্ত সিলেটের জনজীবন, শীতের তীব্রতা থাকবে আরও তিনদিন
- শীতলতম মাসে শীত কম কেন?
আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম জানিয়েছেন, সারাদেশে রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এদিকে, রাজধানীতে শুক্রবার শীতের মাত্রা বেশি থাকলেও আজ কিছুটা কম। শুক্রবার ঢাকার তাপমাত্রা ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস থাকলেও একদিনের ব্যবধানে তাপমাত্রা বেড়েছে ২ ডিগ্রি। আজ সকালে ঢাকার তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে ৯.২ ডিগ্রি সেলসিয়াস।
বিজ্ঞাপন
আরএএস/এসএনআর/এএসএম
বিজ্ঞাপন
সর্বশেষ - জাতীয়
- ১ শাহজালালে দুই ব্যক্তির পাঞ্জাবির পকেটে মিললো কোটি টাকার সোনা
- ২ পণ্য সরবরাহের নামে টাকা হাতিয়ে নিচ্ছে এক চক্র, সতর্ক করলো টিসিবি
- ৩ সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার আরও ১৬০৭
- ৪ অবরুদ্ধ ব্যাংক হিসাবগুলো ডিজিএফআইয়ের, সাবেক মহাপরিচালকের নয়: দুদক
- ৫ ২৫ ক্যাডারের সুপারিশ পাশ কাটিয়ে জনপ্রশাসন সংস্কার ফলপ্রসূ হবে না