জুলাই-আগস্টে নৃশংসতা: ইউএন ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের রিপোর্ট শিগগির
জুলাই-আগস্টের নৃশংস কর্মকাণ্ড অনুসন্ধানে কাজ করছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন/ ফাইল ছবি
গত বছরের (২০২৪ সালের) জুলাই-আগস্ট মাসে তৎকালীন আওয়ামী লীগ সরকারের নৃশংস কর্মকাণ্ড অনুসন্ধানে কাজ করছে জাতিসংঘের (ইউএন) ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। তাদের এ অনুসন্ধান প্রতিবেদন শিগগির বাংলাদেশ সরকারের কাছে প্রদান করবে জাতিসংঘ।
একই সঙ্গে সুইজারল্যান্ডের জেনেভা থেকে প্রতিবেদন প্রকাশ করা হবে। জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদন পেলে তা জনগণের কাছে প্রকাশ করবে সরকার।
রোববার (২৬ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
- আরও পড়ুন
রোহিঙ্গা নিয়ে সম্মেলন সেপ্টেম্বরে, অংশ নিতে পারে ৭০ দেশ-সংস্থা
চুরির টাকা যেভাবেই হোক ফিরিয়ে আনবো: প্রেস সেক্রেটারি
তিনি বলেন, জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে। তাদের কাজের ক্ষেত্রে কারও ইনফ্লুয়েন্স নেই।
রোহিঙ্গা বিষয়ে প্রেস সচিব বলেন, বাংলাদেশে আগে থেকেই ১০ লাখেরও বেশি রোহিঙ্গার অনুপ্রবেশ ঘটেছে। গত এক বছরে ৭০ হাজারেরও বেশি নতুন রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। দিন দিন এ সংখ্যা বৃদ্ধি পাওয়ায় অতিরিক্ত জনসংখ্যা বাংলাদেশের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে। এ ব্যাপারে বিশ্বজনমত সৃষ্টি ও সমস্যার সমাধানের লক্ষ্যে আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হচ্ছে।
এখনো পর্যন্ত ভেন্যু চূড়ান্ত না হলেও সেপ্টেম্বর নাগাদ এ কনফারেন্স অনুষ্ঠিত হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব।
এমইউ/কেএসআর
সর্বশেষ - জাতীয়
- ১ চাটখিল ফোরাম-ঢাকার সভাপতি নুর নবী, সম্পাদক রাজন
- ২ জুলাই আন্দোলনে শহীদ ১১৪ জনের পরিচয় শনাক্তে মরদেহ উত্তোলন রোববার
- ৩ নিরাপদ খাদ্য নিশ্চিতে একসঙ্গে কাজ করবে ক্যাব ও বিএসএএফই
- ৪ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় নারী উদ্যোক্তাদের অতিরিক্ত অর্থায়ন প্রয়োজন
- ৫ টেকনাফে সন্ত্রাসী ‘লম্বা মিজান’র বাড়ি থেকে বিপুল অস্ত্র উদ্ধার