চুরির টাকা যেভাবেই হোক ফিরিয়ে আনবো: প্রেস সেক্রেটারি

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:১৫ পিএম, ২৬ জানুয়ারি ২০২৫

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেছেন, পাচার করা অর্থ ফিরিয়ে আনাকে সরকার অন্যতম টপ প্রায়োরিটি হিসেবে দেখা হচ্ছে। যে টাকা পাচার হয়েছে তা বাংলাদেশের খেটে খাওয়া মানুষের টাকা। শেখ হাসিনার চোরতন্ত্রের লোকজন তাদের টাকাটা চুরি করে নিয়ে গেছে। সেই টাকা যেভাবেই হোক আমরা ফিরিয়ে আনবোই।

আজ (রোববার) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস উইং আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বিদেশে পাচার করা টাকা কবে নাগাদ কী প্রক্রিয়ায় ফিরিয়ে আনা হবে এ ব্যাপারে জানতে চাইলে তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, পাচার করা টাকা ফিরিয়ে আনা বৈশ্বিকভাবেই খুবই স্লো প্রসেস। এ ব্যাপারে যত দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার অন্তর্বর্তী সরকার সব পদক্ষেপই নিয়েছে। কেন্দ্রীয় ব্যাংক থেকে টাস্কফোর্স করে দেওয়া হয়েছে। অ্যাসেট রিকভারি কমিটি করে দেওয়া হয়েছে। এ ব্যাপারে বিএফআইইউ'র ১১টি টিম কাজ করছে।

প্রেস সেক্রেটারি বলেন, সরকার কেপিএমজিসহ বিশ্বের বৃহৎ কনসালটেন্সি কোম্পানির সঙ্গে আলোচনা চলছে, পরামর্শ নেওয়া হচ্ছে। পাচার করা টাকা ফিরিয়ে আনার ব্যাপারে বৈশ্বিক সমর্থন প্রয়োজন। এ ব্যাপারে সরকার অকুণ্ঠ সমর্থন পাচ্ছে‌। কিছু কিছু টাকা উন্নত দেশেও গিয়েছে। এ টাকা কোথায় কোথায় কীভাবে গেলো, কোন নামে নিয়ে গেছে, ওই টাকা দিয়ে সেখানে সম্পদ কেনা হয়েছে কি না, কিনে থাকলে কী কী কিনেছে, গোটা প্রক্রিয়াটা সম্পর্কে জানতে হবে।

শফিকুল আলম বলেন, এটা আমাদের টপ প্রায়োরিটি। অধ্যাপক মুহাম্মদ ইউনূস যখনই আন্তর্জাতিক শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করছেন তখনই পাচারের বিষয়টি তাদের গোচরে আনছেন।

পাচার করা টাকা ফিরিয়ে আনতে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

এমইউ/এমএইচআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।