চট্টগ্রামে ইঞ্জিন সংকটে আটকা পণ্যবাহী ৮ রেক
রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহার করা হলেও আটকে থাকা পণ্যবাহী ট্রেন চট্টগ্রাম থেকে বুধবার দুপুরেও ছাড়া সম্ভব হয়নি। বিভিন্ন গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে প্রস্তুত থাকা জ্বালানি, কনটেইনার এবং গমবাহী ৮টি রেক প্রস্তুত থাকলেও ইঞ্জিন সংকটের কারণে সেগুলো চট্টগ্রাম পোর্ট গুডস ইয়ার্ডে (সিজিপিওয়াই) আটকে আছে।
সিজিপিওয়াইয়ের প্রধান ইয়ার্ড মাস্টার আবদুল মালেক জাগো নিউজকে বলেন, ‘সিজিপিওয়াই-তে কনটেইনারবাহী ৪টি ট্রেন রয়েছে। সকাল ১০টায় একটির জন্য পাওয়ার (ইঞ্জিন) কল দেওয়া হয়েছে, এখনো (দুপুর ১২টা ১৫ মিনিট পর্যন্ত) আসেনি। তেলবাহী তিনটি রেক রয়েছে। এর মধ্যে একটি শ্রীমঙ্গল, একটি রংপুর এবং একটি সিলেট যাবে। সিলেটগামী রেকটি ছাড়ার জন্য সকাল সাড়ে ৯টায় পাওয়ার কল দেওয়া হয়, তবে সেটিও পাওয়া যায়নি। পাশাপাশি রংপুরগামী একটি গমবাহী ট্রেন ছাড়ার জন্য পাওয়ার কল দেওয়া হয়েছে। মূলত আজ সকাল থেকে কোনো পাওয়ার (ইঞ্জিন) পাওয়া যায়নি। পাওয়ার এলে রেকগুলো গন্তব্যে ছেড়ে যাবে।’
জানা যায়, চট্টগ্রাম বন্দর থেকে বেশিরভাগ কনটেইনার সড়কপথে আনা-নেওয়া করা হয়। ৩ থেকে ৪ শতাংশ কনটেইনার রেল ও নৌপথে আনা-নেওয়া হয়। ঢাকার কমলাপুর আইসিডিতে ট্রেনের মাধ্যমে কনটেইনারবাহী পণ্য আনা-নেওয়া হয়। প্রতিদিন ১০০ থেকে ১২০টি কনটেইনার আইসিডিতে পরিবহন করা হয়।
এ বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক জাগো নিউজকে বলেন, ‘রেলের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে মঙ্গলবার কমলাপুর আইসিডিতে কনটেইনার পাঠানো সম্ভব হয়নি। স্বাভাবিকভাবে প্রতিদিন ১০০ থেকে ১২০টি কনটেইনার কমলাপুর পাঠানো হয়। আজ কর্মবিরতি প্রত্যাহার হয়েছে। আশা করছি কনটেইনারবাহী ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে আসবে।’
এমডিআইএইচ/ইএ/এএসএম
সর্বশেষ - জাতীয়
- ১ মেক্সিকোর ফ্লাইট বাতিল করে ঢাকার পথে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল
- ২ ২০২৫ সালে কর্মক্ষেত্রে নিহত ১১৯০ শ্রমিক
- ৩ কফিন দক্ষিণ প্লাজায় নয়, থাকবে মানিক মিয়া অ্যাভিনিউর পশ্চিমে
- ৪ খালেদা জিয়ার মৃত্যুতে জাপানের প্রধানমন্ত্রী-পররাষ্ট্রমন্ত্রীর শোক
- ৫ খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসছেন শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী