EN
  1. Home/
  2. ফটো গ্যালারি
  3. /বিনোদন

নব্বই দশকের মিষ্টি মুখ, আজও অনুরাগীর হৃদয়ে অমীশা প্যাটেল

প্রকাশিত: ০১:১২ পিএম, ০৯ জুন ২০২৫

বলিউডে এমন কিছু মুখ আছে, যেগুলো এক ঝলকেই দর্শকের মনে জায়গা করে নেয়। সেই তালিকায় নিঃসন্দেহে অন্যতম নাম অমীশা প্যাটেল। নব্বই দশকের শেষে ও ২০০০-এর দশকের শুরুতে যারা হিন্দি সিনেমা দেখেছেন, তাদের মনে আজও গেঁথে আছে এক মিষ্টি হাসির মেয়ের ছবি ‘কাহো না পেয়ার হ্যায়’ এর সে অমলিন মুখ। লেখা: জান্নাত শ্রাবণী; ছবি: ইনস্টাগ্রাম থেকে

আরও

সর্বশেষ