নব্বই দশকের মিষ্টি মুখ, আজও অনুরাগীর হৃদয়ে অমীশা প্যাটেল
বলিউডে এমন কিছু মুখ আছে, যেগুলো এক ঝলকেই দর্শকের মনে জায়গা করে নেয়। সেই তালিকায় নিঃসন্দেহে অন্যতম নাম অমীশা প্যাটেল। নব্বই দশকের শেষে ও ২০০০-এর দশকের শুরুতে যারা হিন্দি সিনেমা দেখেছেন, তাদের মনে আজও গেঁথে আছে এক মিষ্টি হাসির মেয়ের ছবি ‘কাহো না পেয়ার হ্যায়’ এর সে অমলিন মুখ। লেখা: জান্নাত শ্রাবণী; ছবি: ইনস্টাগ্রাম থেকে
১/৫
২/৫
৩/৫
৪/৫
৫/৫