রোমিও-জুলিয়েট নয়, শেক্সপিয়ার বুঝেছিলেন হৃদয়ের ভাষা
উইলিয়াম শেক্সপিয়ার, যে নামটি শুনলেই মনে আসে নাটক এবং কবিতার মহাকাব্যিক চরিত্রগুলো-রোমিও ও জুলিয়েট, হ্যামলেট, ম্যাকবেথ। কিন্তু তার সৃষ্টির মধ্যে যা সবচেয়ে শক্তিশালী, তা হল তার গভীরভাবে মানবিক উপলব্ধি। শেক্সপিয়ার জানতেন, প্রেম বা দ্বন্দ্ব শুধুমাত্র গল্প নয়, এগুলো মানুষের হৃদয়ের অনুভূতি, যা সময়ের সীমানা ছাড়িয়ে যায়। তিনি শুধু প্রেমের গল্পই বলেননি, আমাদের শেখাতে চেয়েছেন হৃদয়ের ভাষা আসলে কী? তার নাটকগুলো শুধু গল্প বলে না, বরং প্রতিটি মানুষের একান্ত অনুভূতিগুলোকে স্পর্শ করে। ছবি: সংগৃহীত





