বিএনপির বর্ধিত সভা ২৭ ফেব্রুয়ারি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির বর্ধিত সভা আগামী ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
রুহুল কবির রিজভী জানান, দলের বর্ধিত সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, উপদেষ্টামণ্ডলী, জেলা, মহানগর, থানা, উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদক, ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী সদস্যরা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশ নেবেন।
বর্ধিত সভা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রুহুল কবির রিজভীকে আহ্বায়ক করে ২৭ সদস্যের বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে রয়েছেন- ১. রুহুল কবির রিজভী আহ্বায়ক, ২. খায়রুল কবির খোকন, ৩. হাবিব উন-নবী খান সোহেল, ৪. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, ৫. অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, ৬. সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ৭. এম রশিদুজ্জামান মিল্লাত, ৮. ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, ৯. কাজী ছাইয়েদুল আলম বাবুল, ১০. মাহবুবের রহমান শামীম, ১১. অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত, ১২. আসাদুল হাবিব দুলু, ১৩. আলহাজ্ব জি কে গউছ, ১৪. অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, ১৫. শরিফুল আলম, ১৬. শামা ওবায়েদ, ১৭. অনিন্দ্য ইসলাম অমিত, ১৮. সুলতান সালাউদ্দিন টুকু, ১৯. ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, ২০. আজিজুল বারী হেলাল, ২১. এবিএম মোশাররফ হোসেন, ২২. রকিবুল ইসলাম বকুল, ২৩. মীর সরফত আলী সপু, ২৪. প্রফেসর ড. মোর্শেদ হাসান খান, ২৫. ডা. রফিকুল ইসলাম সদস্য, ২৬. রফিকুল আলম মজনু, ২৭. আমিনুল হক।
এর মধ্যে ব্যবস্থাপনা কমিটিতে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি আহ্বায়ক, অভ্যর্থনা কমিটিতে হাবিব উন-নবী খান সোহেল আহ্বায়ক ও আবদুস সাত্তার পাটোয়ারী সদস্য, আপ্যায়ন কমিটিতে এম রশিদুজ্জামান মিল্লাত আহ্বায়ক, শৃঙ্খলা কমিটিতে সুলতান সালাউদ্দিন টুকু আহ্বায়ক, মিডিয়া কমিটিতে মওদুদ হোসেন আলমগীর পাভেল আহ্বায়ক, চিকিৎসাসেবা কমিটিতে ডা. রফিকুল ইসলামকে আহ্বায়ক করা হয়েছে।
সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন-নবী খান সোহেল, এমরান সালেহ প্রিন্স, আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু ও সাংগঠনিক সম্পাদক সাইয়েদুল আলম বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন।
কেএইচ/এমকেআর/জেআইএম
সর্বশেষ - রাজনীতি
- ১ হাদির আসনে প্রার্থী দিতে রাকসু জিএস সালাউদ্দিন আম্মারের আকুতি
- ২ নাহিদের জন্য আসন ছেড়ে শুভকামনা জানালেন জামায়াতের প্রার্থী
- ৩ প্রথম দিনের অফিস শেষে মাকে দেখতে এভার কেয়ারে তারেক রহমান
- ৪ আধিপত্যবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক লড়াই গড়ে তোলার আহ্বান রিজভীর
- ৫ খালেদা জিয়া ও তারেক রহমান মনোনয়ন জমা দেবেন সোমবার