বিএনপি কার্যালয়ের কর্মী গাফফার মারা গেছেন
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের স্টাফ আব্দুল গাফফার বৃহস্পতিবার (২১ মার্চ) দিনগত রাতে ঢাকার কিডনি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মৃত্যুকালে আব্দুল গাফফারের বয়স হয়েছিল ৫১ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শোক বার্তায় বিএনপি মহাসচিব বলেন, তার মতো নিবেদিত একজন কর্মী অকালে চলে যাওয়া আমাদের জন্য বেদনার। তিনি আব্দুল গাফফারের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
তার জানাজা ও দাফন শুক্রবার (২২ মার্চ) বাদ জুমা ময়মনসিংহের গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হবে।
কেএইচ/এমএইচআর/জিকেএস
সর্বশেষ - রাজনীতি
- ১ ৩০০ ফিট এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা, তৎপর স্বেচ্ছাসেবকরা
- ২ তীব্র শীত উপেক্ষা করেই ৩০০ ফিটে রাতযাপন বিএনপি নেতাকর্মীদের
- ৩ তারেক রহমানের অপেক্ষায় সংবর্ধনা মঞ্চ, লোকে লোকারণ্য ৩০০ ফিট
- ৪ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সদরঘাটে বিএনপি নেতাকর্মীদের ঢল
- ৫ দক্ষিণাঞ্চলের নেতাকর্মীদের স্বাগত জানাতে সদরঘাটে বুথ স্থাপন