তীব্র শীত উপেক্ষা করেই ৩০০ ফিটে রাতযাপন বিএনপি নেতাকর্মীদের
খোলা আকাশের নিচে শীত উপেক্ষা করেই রাত পার করেছেন বিএনপির নেতাকর্মীরা
দীর্ঘ ১৭ বছরের বেশি সময় পর আজ দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই স্বদেশ প্রত্যাবর্তনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে রাজধানীতে রাজকীয় সংবর্ধনার আয়োজন করা হয়েছে। একনজর তারেক রহমানকে দেখার জন্য রাজধানীর ৩০০ ফিট এলাকা ও আশপাশে লাখ লাখ নেতাকর্মী ও সমর্থকের ঢল নেমেছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোরে সরেজমিনে দেখা যায়, কুড়িল ফ্লাইওভার থেকে ৩০০ ফিট এলাকা পর্যন্ত মানুষের উপচেপড়া ভিড়। সমাবেশস্থলে একদিন আগেই মানুষের উপস্থিতি শুরু হয়। ভোর ৫টা ৩০ মিনিটে দেখা যায়, তীব্র শীতে রাস্তার দুই পাশে কেউ পত্রিকা বিছিয়ে বসে আছেন, আবার কেউ কাগজ টাঙিয়ে কম্বল পেঁচিয়ে শুয়ে বিশ্রাম নিচ্ছেন।
পঞ্চগড় থেকে আসা আশিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, ১৭ বছর পর আমাদের নেতা দেশে ফিরছেন, আমরা কি ঘরে বসে থাকতে পারি? গতকাল সকালে ঢাকা এসেছি। বিকেলে সমাবেশের জায়গায় আসি। সঙ্গে কম্বল এনেছিলাম, সেটাই গায়ে দিয়ে পত্রিকা বিছিয়ে শুয়ে ছিলাম।
তিনি আরও বলেন, আমি কোনো পদে নেই, আমি একজন সাধারণ কর্মী। বিএনপিকে ভালোবাসি বলেই এখানে এসেছি।
এদিকে, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপির পক্ষ থেকে জরুরি স্বাস্থ্যসেবা ব্যবস্থাও নেওয়া হয়েছে। সমাবেশস্থলে মেডিকেল টিম, প্রাথমিক চিকিৎসা কেন্দ্র ও স্বেচ্ছাসেবকদের প্রস্তুত রাখা হয়েছে, যেন বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা করা যায়।
দলীয় নেতাকর্মীদের ভাষ্য, তারেক রহমানের দেশে ফেরা শুধু বিএনপির জন্য নয়, দেশের রাজনীতির জন্যও একটি গুরুত্বপূর্ণ ও স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে।
কেএইচ/ইএ/এএসএম
টাইমলাইন
- ১০:৩৩ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ একের পর এক লঞ্চ ভিড়ছে সদরঘাটে, মুখরিত নানান স্লোগানে
- ১০:২১ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ উৎসবমুখর ৩০০ ফিটে পতাকা বিক্রেতাদের পোয়াবারো
- ১০:১৬ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ প্রিয় নেতাকে একনজর দেখতে পায়ে হেঁটে এসেছেন বয়োবৃদ্ধরাও
- ১০:১৪ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ দেশের আকাশসীমায় ঢুকে যে অনুভূতি প্রকাশ করলেন তারেক রহমান
- ১০:১১ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ ‘লিডার আসছে’ স্লোগানে মুখর ঢাকার রাজপথ
- ১০:০৫ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ সাধারণ মানুষের আলোচনায় তারেক রহমানের দেশে ফেরা
- ১০:০৪ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ সিলেটে তারেক রহমানকে বহনকারী বিমান
- ০৯:৫৫ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ নেতাকর্মীরা বলছেন ‘ঈদের অনুভূতি’
- ০৯:৩৫ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ অস্থায়ী খাবার হোটেলগুলোতে জমজমাট বেচাকেনা, খুশি নেতাকর্মীরাও
- ০৯:৩১ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন: রাজনীতিতে কি পরিবর্তনের হাওয়া?
- ০৯:১৮ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ ট্রাক-বাস-মোটরসাইকেলে দলে দলে ছুটছেন নেতাকর্মীরা
- ০৯:১২ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ ঢাকার রাস্তায় মানুষ আর মানুষ, গন্তব্য ৩০০ ফিট
- ০৯:০৩ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ তারেক রহমানের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন
- ০৮:৫৪ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ ৩০০ ফিট এলাকায় জরুরি স্বাস্থ্যসেবায় প্রস্তুত ১৭ অ্যাম্বুলেন্স
- ০৮:৫১ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ ৩০০ ফিট এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা, তৎপর স্বেচ্ছাসেবকরা
- ০৮:৪৮ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ তারেক রহমানের সংবর্ধনা: যেসব সড়ক এড়িয়ে চলার পরামর্শ ডিএমপির
- ০৮:৪২ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ পার্কিং গাড়ি সরিয়ে নেতাকর্মীদের সড়ক ফাঁকা করে দিচ্ছে সেনাবাহিনী
- ০৮:৩৭ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ তীব্র শীত উপেক্ষা করেই ৩০০ ফিটে রাতযাপন বিএনপি নেতাকর্মীদের
- ০৮:১৭ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ তারেক রহমানের সংবর্ধনায় যাওয়ার পথে কৃষক দল নেতার মৃত্যু
- ০৮:১৪ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ তারেক রহমানের অপেক্ষায় সংবর্ধনা মঞ্চ, লোকে লোকারণ্য ৩০০ ফিট
- ০৭:৫৭ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সদরঘাটে বিএনপি নেতাকর্মীদের ঢল