ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

ঢাবিতে সর্তক অবস্থানে ছাত্রলীগ

প্রকাশিত: ০১:৪৬ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৪

২০ দলীয় জোটের ডাকা হরতাল প্রতিহত করতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সতর্ক অবস্থান নিয়েছে ছাত্রলীগ। রোববার সন্ধ্যার পর থেকে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল ও ক্যাম্পাসের আসেপাশে অবস্থান নিয়েছে তারা।

সূত্র জানায়, হরতালে সংহিসতা ঠেকাতে এবং ক্যাম্পাসে যে কোন ধরনের অপ্রীতিকর অবস্থা রোধে ছাত্রলীগ ক্যাম্পাসে অবস্থান নিয়েছে।

এদিকে ক্যাম্পাস ঘুরে দেখা গেছে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ক্যাম্পাসের চারপাশে অবস্থান নিয়েছেন।

ঢাবি শাখা ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান মোল্লা জানান, ক্যাম্পাসে ছাত্রদল যাতে সহিংসতা না করতে পারে তাই ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের কথা বিবেচনা করে ক্যাম্পাসে অবস্থান রেখেছে।