যে কোনো মূল্যে আমাদের ঐক্য ধরে রাখতে হবে: তারেক রহমান
যে কোনো মূল্যে ঐক্য ধরে রাখার কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দৃঢ় ঐক্যের ভিত্তিতে সব অশুভ শক্তিকে পরাজিত করে এগিয়ে যেতে হবে আমাদের।
মঙ্গলবার (২২ এপ্রিল ২০২৫) বিকেলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে রংপুর বিভাগের গাইবান্ধা, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার নেতাকর্মীদের অংশগ্রহণে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু এমন সব বিভাজন ভুলে গিয়ে আমরা চাই এক অপার সম্প্রীতির বাংলাদেশ, যেখানে সবার অংশগ্রহণ নিশ্চিত হবে।
তিনি আওয়ামী লীগ সরকারের প্রতি ইঙ্গিত করে বলেন, যখন স্বৈরাচারের ভয়ে কেউ মুখ খুলতে সাহস করেনি তখন বিএনপিই সংস্কারের প্রস্তাব দিয়েছে। আমাদের আন্দোলন কখনই অসাংবিধানিক ছিল না, আমরা বরাবরই বলেছি ফয়সালা হবে রাজপথেই।
তারেক রহমান অভিযোগ করেন, রাজনীতিতে এখন দৃশ্যমান হয়ে উঠছে অদৃশ্য শক্তি, আরও সক্রিয় হচ্ছে ফ্যাসিবাদী ষড়যন্ত্রকারীরা। তাদের মোকাবিলায় ঐক্যের বিকল্প নেই।
দেশের উন্নয়ন প্রসঙ্গে তিনি দাবি করেন, এ পর্যন্ত যে ক’টা বড় উন্নয়ন অর্জন হয়েছে, তার অন্তত ৭০ ভাগই বিএনপির শাসনামলে সম্পন্ন হয়েছে।
বিএনপির ঘোষিত ৩১ দফা প্রসঙ্গে তিনি বলেন, জনগণের কাছে আমরা প্রতিশ্রুতি দিয়েছি, একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এলে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করা হবে।
‘টেইক ব্যাক বাংলাদেশ’ উদ্যোগ প্রসঙ্গে তিনি বলেন, এর সামান্য অংশ অর্জিত হয়েছে। পুরোপুরি বাস্তবায়ন তখনই সম্ভব, যখন মানুষের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অধিকার প্রতিষ্ঠিত হবে। স্বাস্থ্যসেবা, নারী ক্ষমতায়ন, বেকারত্ব নিরসন-এই প্রতিটি ক্ষেত্রেই কাজ করে যেতে হবে।
প্রশিক্ষণ কর্মশালায় তিনি সরাসরি যুক্ত হয়ে তৃণমূল নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
বিএনপি কেন্দ্রীয় প্রশিক্ষণ কমিটির আয়োজনে অনুষ্ঠিত এই কর্মশালার প্রতিপাদ্য ছিল রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা ও জনসম্পৃক্তি।
কেএইচ/এমআইএইচএস/এমএস
সর্বশেষ - রাজনীতি
- ১ খালেদা জিয়ার মেডিকেল বোর্ড জানালেই ঢাকায় আসবে এয়ার অ্যাম্বুলেন্স
- ২ জুবাইদা রহমান রাজনীতিতে আসবেন কি না তা তার ব্যক্তিগত সিদ্ধান্ত
- ৩ বিকেলে খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে ব্রিফ করবেন ডা. জাহিদ
- ৪ যে কোনো মুহূর্তে দেশে ফিরবেন তারেক রহমান: আমীর খসরু
- ৫ ঢাকা-৯ আসনে বিএনপি প্রার্থী হাবিবের ফ্রি মেডিকেল ক্যাম্প