সুনামগঞ্জ মেডিকেল শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা বিএনপির
সোমবার (২১ এপ্রিল) বেলা ১১টায় কলেজের প্রশাসনিক ও একাডেমিক ভবনের ফটকে তালা ঝুলিয়ে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা
সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। দলের জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এক বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, এ হামলা অতীতের ফ্যাসিস্ট সরকারের দমননীতির ধারাবাহিকতা।
মঙ্গলবার (২২ এপ্রিল) বিএনপির সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপুর গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে ডা. রফিকুল ইসলাম বলেন, বিগত সরকার রাজনৈতিক বিবেচনায় কোনো পরিকল্পনা ছাড়াই তাদের পরিবারের সদস্যদের নামে জেলায় জেলায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেছে। এতে স্বাস্থ্য শিক্ষা খাত বিপদগামী হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারও এই ভুল সিদ্ধান্তের মূল্যায়নে ৬টি সরকারি মেডিকেল কলেজ বন্ধের কথা ভেবেছে।
তিনি বলেন, কোমলমতি শিক্ষার্থীরা চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে যে প্রহসনের শিকার হয়েছে, তার প্রতিকার প্রয়োজন। তবে এই মেডিকেলগুলোতে এরইমধ্যে যারা ভর্তি হয়েছে, তাদের শিক্ষাজীবন নির্বিঘ্ন রাখাও আমাদের দায়িত্ব।
আরও পড়ুন:
সুনামগঞ্জ মেডিকেল কলেজে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ দাবিতে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জের ঘটনা স্মরণ করিয়ে দেয় অতীতের মাফিয়া সরকারের দমননীতি। বিএনপি বলছে, যে কোনো যৌক্তিক আন্দোলনের জবাব এভাবে লাঠিপেটা হতে পারে না।
ডা. রফিকুল ইসলাম অবিলম্বে দেশের সব সরকারি মেডিকেল কলেজে পর্যাপ্ত শিক্ষক, শিক্ষা উপকরণ ও অন্যান্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার আহ্বানও জানিয়েছেন।
কেএইচ/এসএনআর/জেআইএম
সর্বশেষ - রাজনীতি
- ১ অভ্যর্থনা জানাতে আসা দেশবাসীর প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ
- ২ জামায়াতের সঙ্গে এনসিপির জোটের গুঞ্জন
- ৩ তারেক রহমানের দেশে ফেরা গণতান্ত্রিক অগ্রযাত্রায় গতি সঞ্চার করবে
- ৪ শুক্রবার জিয়ার সমাধি-জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন তারেক রহমান
- ৫ এবি পার্টির তরুণ প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নিলেন প্রিন্স