এবার সুনামগঞ্জ মেডিকেল কলেজ শাটডাউন ঘোষণা করলেন শিক্ষার্থীরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০১:০৩ পিএম, ২১ এপ্রিল ২০২৫

সুনামগঞ্জ মেডিকেল কলেজের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য শাটডাউন ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা ও কলেজের নিজস্ব হাসপাতালে কার্যক্রম চালুসহ দুই দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত শাটডাউন কর্মসূচি চলবে বলে জানিয়েছেন তারা।

সোমবার (২১ এপ্রিল) বেলা ১১টায় কলেজের প্রশাসনিক ও একাডেমিক ভবনের ফটকে তালা ঝুলিয়ে প্রতীকী রক্তাক্ত অ্যাপ্রোন টাঙিয়ে দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

পরে তারা ফটকের সামনে কালো ব্যাজ ধারণ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। এসময় শিক্ষার্থীরা তাদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

মেডিকেল কলেজের শিক্ষার্থী পৃথিবীরাজ ও নুরনাহার জানান, পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা ও কলেজের নিজস্ব হাসপাতালে কার্যক্রম চালুর বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে সুস্পষ্ট রোডম্যাপ দিতে হবে। সেইসঙ্গে আন্দোলনে হামলাকারীদের বিচার না হওয়া পর্যন্ত একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বর্জন করে তারা শাটডাউন কর্মসূচি চালিয়ে যাবেন।

এবার সুনামগঞ্জ মেডিকেল কলেজ শাটডাউন ঘোষণা করলেন শিক্ষার্থীরা

সুনামগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ ড. মোস্তাক আহমেদ ভুইয়া জানান, শিক্ষার্থীদের দাবিগুলো যথার্থ। হাসপাতাল চালু না থাকায় তাদের হাতে-কলমে শিক্ষা বাধাগ্রস্ত হচ্ছে। বিষয়টি আমরা বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আশা করি সংশ্লিষ্ট মন্ত্রণালয় দ্রুত ব্যবস্থা নেবে।

এর আগে রোববার (২০ এপ্রিল) সকালে পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা ও হাসপাতাল চালুর দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এসময় সেনাবাহিনী এসে অবরোধ তুলে নিতে অনুরোধ জানালেও শিক্ষার্থীরা কর্মসূচি চালিয়ে যান। একপর্যায়ে সেনাবাহিনী আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ করলে শিক্ষার্থীরা সড়ক থেকে সরে যান।

গেলো ১৫ এপ্রিল থেকে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে ধারাবাহিকভাবে মানববন্ধন, স্মারকলিপি প্রদান ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করে আসছেন।


লিপসন আহমেদ/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।