আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্তের অপেক্ষায় হাজারো জনতা
ইন্টারকন্টিনেন্টালের সামনে ছাত্র-জনতার অবস্থান
আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকের সিদ্ধান্তের অপেক্ষায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান করছেন ছাত্র-জনতা।
শনিবার (১০ মে) রাত ৯টার দিকে সেখানে অবস্থান নেন তারা।
আন্দোলনকারীরা জানিয়েছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন তারা।
এর আগে সন্ধ্যা সাড়ে ৭টায় জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ঘোষণা দেন, এক ঘণ্টার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
আরও পড়ুন
- আ’লীগ নিষিদ্ধের দাবিতে এবার ইন্টারকন্টিনেন্টালের সামনে গণজমায়েত
- আওয়ামী লীগ নিষিদ্ধে এক ঘণ্টার আলটিমেটাম
- আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে ‘জনগণের দাবিই জামায়াতের’
এই ঘোষণাকে সামনে রেখে ছাত্র-জনতা শাহবাগ থেকে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে অবস্থান নেন।
এর আগে রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রাত ১০টায় এ রিপোর্ট পর্যন্ত বৈঠক চলছিল।
এফএআর/ইএ
সর্বশেষ - রাজনীতি
- ১ গণমাধ্যমে হামলার দায় ছাত্রশিবিরের ওপর চাপানোর ষড়যন্ত্রের প্রতিবাদ
- ২ তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের অনুমতি পেলো বিএনপি
- ৩ দিপু চন্দ্র ও শিশু আয়েশাকে পুড়িয়ে হত্যা মানবতার জন্য চরম লজ্জাজনক
- ৪ রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটিয়ে অপরাধীরা যেন পাশের দেশে আশ্রয় না পায়
- ৫ আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় দৃশ্যমান বিচার চায় জনগণ: রিজভী