ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি খালেদা জিয়া
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আগামী শুক্রবার সকাল ১১টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ছাত্রদলের দপ্তর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী এ তথ্য নিশ্চিত করেছেন।
দপ্তর সম্পাদক জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) বরাবর ২ অথবা ৩ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে আলোচনা সভার জন্য অনুমতি চেয়ে চিঠি দেওয়া হয়। যার ফলশ্রতিতে সোমবার রাতে শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম জানিয়েছেন ২ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্র দল আলোচনাসভা করতে পারবে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন ছাত্রদলের সভাপতি রাজীব আহসান।
উল্লেখ্য, ১ জানুয়ারি ছাত্রদলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৯ সালের ১ জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহযোগী সংগঠন হিসেবে জাতীয়তাবাদী ছাত্রদল গঠন করেন।