ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

ব্রাজিলের রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০২:৪৭ পিএম, ১৭ জুন ২০২৫

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডায়াস ফেরেস।

মঙ্গলবার (১৭ জুন) বেলা ১১টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ব্রাজিলের রাষ্ট্রদূতের পতাকাবাহী গাড়ি প্রবেশ করে। এক ঘণ্টারও অধিক সময়ে এ বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদও উপস্থিত ছিলেন।

বৈঠকের পর আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে বস্তুনিষ্ঠ আলোচনা হয়েছে। আগামী দিনে নির্বাচিত সরকার আসলে ব্রাজিলের সঙ্গে কী কী কাজ করার সম্ভাবনা আছে তা নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে কৃষি ও প্রাণিসম্পদে ব্রাজিল অনেক এগিয়ে আছে।

সেখানে কীভাবে আগামী দিনে আমাদের সহযোগিতা কোন কোন ক্ষেত্রে করা যেতে পারে সে নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে, যোগ করেন তিনি।

তিনি বলেন, একটা গুরুত্বপুর্ণ আলোচনা হয়েছে সেটা হচ্ছে স্পোর্টস নিয়ে। আপনারা জানেন, ব্রাজিল ফুটবল, দেশটি স্পোর্টস নেশন হিসেবে পরিচিত। বাংলাদেশের সঙ্গে আমাদের স্পোর্টসের সহযোগিতা কোথায় কোথায় করা যেতে পারে তার আলোচনা হয়েছে।

ব্রাজিলিয়ানরা খুবই আগ্রহী বাংলাদেশের সঙ্গে ফুটবল, বাস্কেটবলসহ বিভিন্ন স্পোর্টস এরিয়াতে তারা কাজ করতে চায়। সবচেয়ে বড় কথা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিশাল আগ্রহ আছে বাংলাদেশের স্পোর্টসকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।

কেএইচ/এসএনআর/জেআইএম