স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া/ছবি: জাগো নিউজ
স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে বাসা থেকে রওনা করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বুধবার (১৮ জুন) সন্ধ্যা পৌনে ৭টার দিকে গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে হাসপাতালের উদ্দেশ্যে বের হন তিনি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন খালেদা জিয়া। শুরুতে তিনি ‘লন্ডন ক্লিনিকে’ ভর্তি হয়ে চিকিৎসা নেন। ১৭ দিনের ক্লিনিক-পর্ব শেষে ছেলে তারেক রহমানের বাসায় থেকে চিকিৎসা নেন তিনি। লন্ডনে ১১৭ দিনের দীর্ঘ চিকিৎসা শেষে গত ৬ মে দেশে ফিরেন সাবেক এই প্রধানমন্ত্রী।
এরপর থেকে গুলশানের বাসা ফিরোজায় থাকলেও খালেদা জিয়াকে সশরীরে রাজনৈতিক কোনো কার্যক্রমে অংশ নিতে দেখা যায়নি।
কেএইচ/এমকেআর/এএসএম
সর্বশেষ - রাজনীতি
- ১ রাজনীতিতে নানা জোট-মহাজোট হচ্ছে, আমরা স্বাগত জানাই: রেজাউল করীম
- ২ চট্টগ্রাম নগর জামায়াতের সঙ্গে মার্কিন দূতাবাসের কাউন্সেলরের বৈঠক
- ৩ বিশেষ একজন ছাড়া সবাই খারাপ, এই ধারণার পরিবর্তন জরুরি: তারেক রহমান
- ৪ আমার প্রথম প্রতীক ছিল ‘সাইকেল’: ফেসবুকে স্মৃতিচারণ মির্জা ফখরুলের
- ৫ নিজের দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিলেন সেলিম