গোপালগঞ্জে সহিংসতাকারীদের গ্রেফতার দাবিতে ঢাকায় এনসিপির বিক্ষোভ
আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ সমাবেশ করছে এনসিপি
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ওপর হামলার ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ সমাবেশ করছে এনসিপি।
শুক্রবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে এই বিক্ষোভ সমাবেশ শুরু হয়।

সমাবেশে ঢাকার বিভিন্ন থানা ও জোনের এনসিপি নেতারা বক্তব্য রাখছেন। গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন নেতারা। একই সঙ্গে হামলাকরীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা।
ঢাকা মহনগর উত্তর ও দক্ষিণ এনসিপির উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।
এনএস/কেএসআর/জিকেএস
সর্বশেষ - রাজনীতি
- ১ তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের অনুমতি পেলো বিএনপি
- ২ দিপু চন্দ্র ও শিশু আয়েশাকে পুড়িয়ে হত্যা মানবতার জন্য চরম লজ্জাজনক
- ৩ রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটিয়ে অপরাধীরা যেন পাশের দেশে আশ্রয় না পায়
- ৪ আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় দৃশ্যমান বিচার চায় জনগণ: রিজভী
- ৫ হাদির সৎ জীবন দেশবাসীকে মুগ্ধ করেছে: গোলাম পরওয়ার